ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

জনসভায় ব্যাপক শোডাউনের প্রস্তুতি বিএনপির

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৮
জনসভায় ব্যাপক শোডাউনের প্রস্তুতি বিএনপির

ঢাকা: দলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার (০১ সেপ্টেম্বর) রাজধানীতে জনসভা করবে বিএনপি। এ সভাকে কেন্দ্র করে ব্যাপক শোডাউনের প্রস্তুতি নিয়েছে দলটি। এতে জনতার স্রোত নামবে বলে আশা করছেন শীর্ষ পর্যায়ের নেতারা। দলীয় প্রধান খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচনের দাবিতে চূড়ান্ত আন্দোলনে নামার আগে ঢাকায় সাংগঠনিক শক্তির প্রমাণ দিতে চায় বিএনপি। এজন্য দলের ঢাকা মহানগর শাখা এবং সব অঙ্গসংগঠন ও আশপাশের জেলাগুলোর নেতৃত্বকে লোক সমাগমের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর ২টায় প্রতিষ্ঠাবার্ষিকীর জনসভা শুরু হওয়ার কথা। এর আগে কেন্দ্রীয় কার্যালয় ও গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়সহ দেশব্যাপী বিএনপির কার্যালয়গুলোতে সকাল ৬টায় দলীয় পতাকা উত্তোলন করা হয়।

সকাল ১০টায় দলের প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের কবরে ফাতেহা পাঠ ও পুষ্পার্ঘ অপর্ণ করবেন দলের সিনিয়র নেতারা।

এদিকে বিএনপি জনসভা আয়োজনের অনুমতি পাওয়ার দাবি তুললেও অভিযোগ করেছে, জনসভাকে সামনে রেখে রাজধানীসহ সারাদেশে ব্যাপক ধরপাকড়, নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে তল্লাশি, বাড়িতে না পেলে বাসার নারীদের উদ্দেশে অশালীন কথাবার্তা বলা হচ্ছে।  

দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, ‘ভাবাবেগহীন, বিবেকহীন সরকার এখানে রয়েছে। তারা কোনো কিছুকেই কর্ণপাত করছে না। কারণ ক্ষমতায় থাকার পথের কাঁটা তিনি (প্রধানমন্ত্রী) রাখতে চান না। যারা বিবেকবান, অন্যায়ের প্রতিবাদ করে, গণতন্ত্রপ্রেমী, যারা মানুষের অধিকার ও ভিন্নমতকে শ্রদ্ধা করে, সেসব লোকই হচ্ছে আজকের প্রধানমন্ত্রী ও অবৈধ সরকারের পথের কাঁটা।  

রিজভী তাদের জনসভার আয়োজন নিয়ে বলেন, একটি বৃহত্তম রাজনৈতিক দলের সমাবেশ অনুষ্ঠিত হবে। আর নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে আইন-শৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে যাবে। এটা কেউ কাম্য করে না, দেশবাসী কাম্য করে না। এর মাধ্যমে একটা ভীতিকর পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। ।

শুক্রবার (৩১ আগস্ট) দিনগত রাতে দলের ‍যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি হাবিব উন নবী খান সোহেল এবং ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনের বাসায় ডিবি পুলিশ তল্লাশি চালিয়েছে বলেও অভিযোগ করেন রিজভী।

বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ বাংলানিউজকে বলেন, শনিবারের  জনসভা উপলক্ষে ঢাকা শহর বিএনপি নেতাকর্মীদের পদচারণায় মুখর থাকবে। ঢাকায় জনস্রোত নামবে। অন্য যেকোনো সময়ের চেয়ে শনিবারের জনসভায় ব্যাপক লোকসমাগম হবে। ফকিরাপুল থেকে শুরু করে, কাকরাইলের নাইটিংগেল মোড়, রাজমণি ঈশা খাঁ হোটেল ও আশপাশের এলাকা লোকে লোকারণ্য হবে।

বাংলাদেশ সময়: ০৯১২ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৮
এমএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।