ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

২০ দল অটুট রেখে বৃহত্তর ঐক্য

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৮
২০ দল অটুট রেখে বৃহত্তর ঐক্য ২০ দলীয় জোটের বৈঠকে

ঢাকা: বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট অটুট রেখে বৃহত্তর জাতীয় ঐক্য করার পরামর্শ এসেছে জোটের শরীকদের কাছ থেকে। শরীকরা বলেছেন, ২০ দলীয় জোট একটি পরীক্ষিত ও বিশ্বস্ত জোট। এ জোট রেখেই করতে হবে বৃহত্তর ঐক্য।

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ২০ দলীয় জোটের বৈঠকে জোট নেতারা এমন বক্তব্য দিয়েছেন বলে বৈঠক সূত্রে জানা গেছে। তবে বৃহস্পতিবারের বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে কোনো ব্রিফিং করা হয়নি।

জোট নেতাদের কাছে জানতে চাইলে তারা বলেন, বৈঠকে কি আলোচনা হয়েছে সেটা নিয়ে পরে ব্রিফিং করা হবে।

জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান বলেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ সবগুলো দাবি আদায়ে ২০ দল একমত হয়েছে। এজন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, বৃহত্তর জাতীয় ঐক্য, আন্দোলন কর্মসূচি নিয়ে কথা হয়েছে। শনিবারের ডাকা জনসভার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পুলিশ যদি রোববার (৩০ সেপ্টেম্বর) করতে বলে তাহলে ওই দিনই জনসভা হবে।

বৈঠকে জামায়াতের প্রতিনিধি হিসেবে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মাওলনা আব্দুল হালিম উপস্থিত ছিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা বলেন, জামায়াত ছাড়ার বিষয়ে মাহী বি. চৌধুরীর বক্তব্য কোনো জোটের বক্তব্য নয়। এটা তার দলীয় কিংবা ব্যক্তিগত বক্তব্য। সুতরাং বৃহত্তর ঐক্য করতে তার এ বক্তব্য কোনো সমস্যা হবে না।  

বৈঠকে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন,  বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (বাংলাদেশ ন্যাপ) মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, লেবার পার্টির অপর অংশের মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী, পিপলস লীগের চেয়ারম্যান গরীবে নেওয়াজ, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান মাওলানা আব্দুর রকিব, খেলাফত মজলিসের মহাসচিব আহমেদ আব্দুল কাদের, ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ ভাসানী) চেয়ারম্যান আজাহারুল ইসলাম, জমিয়তে ওলামা ইসলামের একাংশের মহাসচিব মাওলানা নূর হোসাইন কাসেমী, অপর অংশের যুগ্ম-মহাসচিব মাওলানা মহিউদ্দিন ইকরাম, ডেমোক্রেটিক লীগের মহাসচিব সাইফুদ্দিন মনি, জাগপার সহ-সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) ভারপ্রাপ্ত মহাসচিব মঞ্জুর হোসাইন ইসা।

গত ৯ সেপ্টেম্বর সর্বশেষ ২০ দলীয় জোটের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে বৃহত্তর জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় ২০ দলের পক্ষ থেকে দেশের সব গণতন্ত্রকামী দল ও সংগঠনকে আহবান জানানো হয়।
 

বাংলাদেশ সময়: ২২৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৮
এমএইচ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।