ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

জাতীয় ঐক্য গণমানুষের ফ্রন্ট: মির্জা ফখরুল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪২ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৮
জাতীয় ঐক্য গণমানুষের ফ্রন্ট: মির্জা ফখরুল সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: বাদল/বাংলানিউজ

ঢাকা: ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যে যোগ দেওয়ার পরপরই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজ দেশে গণতান্ত্রিক আন্দোলনের নব সূচনার দিন। জাতীয় ঐক্য ফ্রন্ট গণমানুষের ফ্রন্ট। 

শনিবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে নতুন রাজনৈতিক ফ্রন্ট জাতীয় ঐক্যের ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।  

মির্জা ফখরুল বলেন, বাঙালি জাতি একাত্তর সালে লাখ লাখ জীবন উৎসর্গ করেছে কিন্তু এই জাতি আজ নির্যাতিত।

আওয়ামী লীগের হাতে গণতন্ত্র বারবার হোচট খেয়েছে। তারা গণতন্ত্রকে হত্যা করেছে।  

পড়ুন>>
** 
বিএনপিকে নিয়ে কামালের ঐক্য ঘোষণা, বাদ বি চৌধুরী

বিএনপি মহাসচিব বলেন, আমরা এখন স্বপ্ন দেখছি নতুন বাংলাদেশের। জনগণের অধিকার আদায় তথা গণতান্ত্রিক অধিকার আদায় করে ঘরে ফিরবো।  

এ সময় তিনি খালদা জিয়াসহ সকল রাজবন্দীদের মুক্তি দেওয়ার দাবি জানান।

এর আগে জাতীয় ঐক্য ফ্রন্টের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। নতুন এই জোটের ঘোষণা পত্র পাঠ করেন নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৮
টিএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।