ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

‘ঐক্যফ্রন্টে যোগ দেওয়ায় হামলা-মামলা সবই হয়েছে’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৮
‘ঐক্যফ্রন্টে যোগ দেওয়ায় হামলা-মামলা সবই হয়েছে’ গণস্বাস্থ্য কেন্দ্রে ট্রাস্টি ও প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। ফাইল ফটো

ঢাকা: জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেওয়ার কারণে পূর্বপরিকল্পিতভাবে তার ওপর হামলা-মামলা সবই হচ্ছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

শনিবার (০৩ নভেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

বিএনপিপন্থি বুদ্ধিজীবী হিসেবে পরিচিত ডা. জাফরুল্লাহ বলেন, জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেওয়ার কারণে রাজনৈতিক প্রতিপক্ষ গণস্বাস্থ্য কেন্দ্রের ওপর আক্রমণ, হামলা ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে।

 

‘আমি ট্রাস্টি বোর্ডের সাতজন সদস্যের একজন সদস্য মাত্র। এই অবস্থান থেকে আমিও আর সরে আসবো না। ’
 
তিনি বলেন,  যেকোনো পরিবর্তনের জন্য জনগণকে মূল্য দিতে হয়। এ সময় গণস্বাস্থ্য কেন্দ্র ও তার কর্মীরা সেই মূল্য দিচ্ছেন।

সংবাদ সম্মেলনে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলতাফুন্নেসাও উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৮
এমআইএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।