ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

খুলনায় ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির সভা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৭ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৮
খুলনায় ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির সভা

খুলনা: খুলনায় ৭ নভেম্বর উপলক্ষে আলোচনা সভা করেছে মহানগর বিএনপি। 

বুধবার (৭ নভেম্বর) দুপুরে দলীয় কার্যালয়ে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুজ্জামান মনি।

বিএনপি নেতা মীর কায়সেদ আলীর সভাপতিত্বে আলোচনা সভা পরিচালনা করেন অধ্যাপক আরিফুজ্জামান অপু।

 

বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য কাজী সেকেন্দার আলী ডালিম, বিএনপি নেতা জাফরউল্লাহ খান সাচ্চু, সিরাজুল ইসলাম, রেহানা আক্তার, স ম আব্দুর রহমান, ফখরুল আলম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, মহিবুজ্জামান কচি, আজিজা খানম এলিজা, এহতেশামুল হক শাওন, শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, একরামুল হক হেলাল, শামসুজ্জামান চঞ্চল প্রমুখ।  

সভায় বিএনপি নেতারা বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয় অর্জন করলেও স্বাধীনতার প্রকৃত স্বাদ পেতে গোটা জাতিকে এই ৭ নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। যুদ্ধোত্তর দেশে তৎকালীন শাসক গোষ্ঠী রাষ্ট্র পরিচালনায় সীমাহীন অযোগ্যতা, অদূরদর্শিতা ও পদলেহী পররাষ্ট্রনীতি গ্রহণ করায় রক্তে অর্জিত স্বাধীনতাই বিপন্ন হতে বসেছিল। একদিকে শাসকদের সীমাহীন বাঁধাহীন লুটপাট, অন্যদিকে বিরোধী মতাদর্শের রাজনৈতিক কর্মীদের গণহত্যা দেশকে এক দুর্বিষহ পরিস্থিতির দিকে ঠেলে দেয়। সেই সময়ের মতো আজও দেশ এক চরম সংকটে।  

সভা শেষে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়। এর আগে ভোরে দলীয় কার্যালয়ে বিএনপির পতাকা উত্তোলন করা হয়।  

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৮
এমআরএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।