ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

গয়েশ্বরের পুত্রবধূ নিপুণ রায় চৌধুরী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৭ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৮
গয়েশ্বরের পুত্রবধূ নিপুণ রায় চৌধুরী আটক

ঢাকা: বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের কাছে নাইটিঙ্গেল মোড় থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন ডিএমপির ডিবি-পূর্ব বিভাগের সহকারী কমিশনার (এসি) আতিকুল ইসলাম।

নিপুণ রায় চৌধুরী বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ এবং ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীর মেয়ে।

বুধবার (১৪ নভেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এসময় পুলিশের দু’টি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। সংঘর্ষে ২১ পুলিশ সদস্য, ২ আনসার সদস্য এবং বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন।  

এ ঘটনায় পল্টন থানায় তিনটি মামলা দায়ের করে পুলিশ। তিন মামলায় মোট ৪৮৮ জনকে এজহারে নাম উল্লেখসহ অজ্ঞাত আরও অনেককে আসামি করা হয়েছে। এদের মধ্যে গ্রেফতার করা হয়েছে ৬৫ জনকে। বৃহস্পতিবার মামলা তিনটির তদন্তভার ডিবিতে হস্তান্তর করা হয়। এরপর নিপুণ রায়কে আটক করার খবর এলো।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৮
পিএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।