ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

জামিনে মুক্তি পেলেন বিএন‌পি নেতা হাবিব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৮
জামিনে মুক্তি পেলেন বিএন‌পি নেতা হাবিব

সাতক্ষীরা: ১০ মামলায় কারাভোগের পর জামিনে মু‌ক্তি পেলেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, সাতক্ষীরা জেলা শাখার সা‌বেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

শুক্রবার (১৬ ন‌ভেম্বর) সকাল ৮টার দিকে সাতক্ষীরা জেলা কারাগার থেকে তিনি মুক্তি পান।

সাতক্ষীরা কারাগা‌রের সুপার মো. আবু জাহেদ বাংলা‌নিউজ‌কে বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।

উল্লেখ্য, বিএন‌পি নেতা হা‌বি‌বের বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে। এরমধ্যে বিএনপি নেতা আলতাফ হত্যা মামলা, মৎস্যজীবী দল নেতা আমান হত্যা মামলা, শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলা, চাঁদাবাজি ও নাশকতার মামলা উল্লেখ‌যোগ্য। গত ৬ অক্টোবর তিনি আদালতে আত্মসমর্পণ করেন। আদালত তাকে কারাগারে পাঠায়। এসব মামলায় তিনি পর্যায়ক্রমে জামিন লাভ করেন।

আসন্ন একাদশ সংসদ নির্বাচ‌নে সাতক্ষীরা-১ আস‌নে অংশগ্রহ‌ণের ল‌ক্ষ্যে বিএন‌পির ম‌নোনয়নপত্র কিনেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।