ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

বিএনপির মনোনয়ন পেলেন সাবেক ফুটবলার আমিনুল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
বিএনপির মনোনয়ন পেলেন সাবেক ফুটবলার আমিনুল

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসন থেকে বিএনপির মনোনয়নের চিঠি পেয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।

এক সময়ের দেশসেরা এই গোলকিপার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ক্রীড়া সম্পাদকের পদে দায়িত্ব পালন করছেন।

মঙ্গলবার (২৭ নভেম্বর) রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নের চিঠি সংগ্রহ করেন আমিনুল।

 

১৯৯৮ সালে কাতারের বিপক্ষে প্রীতি ম্যাচে দিয়ে জাতীয় দলে অভিষেক হয় আমিনুলের। ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে মালদ্বীপের বিপক্ষে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ওই ম্যাচে টাইব্রেকারের শট আটকে দিয়ে লাল-সবুজদের প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন করেছিলেন আমিনুল।

দুই বছর পর জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব গ্রহণ করেছিলেন এই গোলকিপার। ২০১০ সালে বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নেন। ২০১৬ সালে বিএনপির নির্বাহী কমিটিতে ক্রীড়া সম্পাদক হিসেবে তার নাম ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৮
এমএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।