ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

সিরাজগঞ্জে ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষে আহত ৫

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৮
সিরাজগঞ্জে ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষে আহত ৫

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন।

শুক্রবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় ইবি রোডে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে জেলা ছাত্রদলের সহ সভাপতি হাবিবুর রহমান হাবিব, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক বারেক, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক রিমন, ছাত্রদল কর্মী সৈকতের নাম জানা গেছে।

আহতদের শহরের একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বারেক ও সৈকতের অবস্থা গুরুতর।  

প্রত্যক্ষদর্শী বিএনপি নেতাকর্মীরা জানান, একটি মামলায় বৃহস্পতিবার (২৯ নভেম্বর) বিকেলে সিরাজগঞ্জ আদালতে হাজিরা দিতে গেলে জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ আহমেদ সবুজ ও সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে শুক্রবার সন্ধ্যায় উভয় গ্রুপের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে এলে উত্তেজনার সংঘর্ষ বেধে যায়। এতে আহত হন পাঁচ নেতাকর্মী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু জানান,  তুচ্ছ ঘটনা নিয়ে ছাত্রদলের দু’পক্ষের মধ্যে এ হামলার ঘটনা ঘটেছে।  

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

বাংলাদেশ সময়: ০২৪৬ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।