বুধবার (১২ ডিসেম্বর) সন্ধ্যার পর উপজেলার উসমানপুর ইউনিয়নের চমুরি বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
বিএনপি প্রার্থী শরীফুল আলম বাংলানিউজকে বলেন, ‘নির্বাচনী সমাবেশে চলার শেষ পর্যায়ে তিনি নিজে বক্তৃতা করছিলেন।
এছাড়াও ১৫ জনের মতো আহত হয়েছে এবং পুলিশ তিনজনকে আটক করেছে বলেও দাবি করেন তিনি।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নান্নু মোল্লা বাংলানিউজকে বলেন, নির্বাচনী সমাবেশের কাছ দিয়ে পুলিশের গাড়ি যাওয়ার সময় বিএনপির সমাবেশ থেকে গাড়িতে হামলা চালায়। পরে পুলিশ এটি প্রতিরোধের চেষ্টা করে। এতে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আহসান আহত হয়েছেন।
বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৮
জিপি