ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

নওগাঁয় বিএনপি প্রার্থীর প্রচারণায় হামলার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৮
নওগাঁয় বিএনপি প্রার্থীর প্রচারণায় হামলার অভিযোগ আহত নেতাকর্মীরা। ছবি: বাংলানিউজ

নওগাঁ: নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনে বিএনপির প্রার্থী আলমগীর কবীরের নির্বাচনী প্রচারণার একটি গাড়িতে দুর্বৃত্তদের হামলার অভিযোগ উঠেছে। হামলায় বিএনপির আট নেতা-কর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যার দিকে আত্রাই উপজেলার কাশিমপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

বাংলানিউজকে বিএনপির প্রার্থী আলমগীর কবীর অভিযোগ করে বলেন, পার্শ্ববর্তী আত্রাইয়ে নির্বাচনী প্রচারণা শেষে রানীনগর উপজেলায় ফিরছিলেন তিনি।

পথে উপজেলার কাশিমপুর গ্রামে প্রচারণায় থাকা একটি গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে দুর্বৃত্তরা। এতে গাড়িতে থাকা আট নেতা-কর্মী আহত হন। তাদের উদ্ধার করে নওগাঁ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
  
এ বিষয়ে আত্রাই-রানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার লিমন রায় বাংলানিউজকে বলেন, এ ধরনের কোনো হামলার অভিযোগ এখনও পাওয়া যায়নি। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।