মঙ্গলবার (০৪ মার্চ) দুপুরে কেরানীগঞ্জ কারাগার থেকে তিনি মুক্তি পান। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
শায়রুল কবির বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গত ০৬ ডিসেম্বর রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা একটি নাশকতার মামলায় আদালতে হাজিরা দিতে গেলে আমিনুল হককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। তার আগে বঙ্গবাজারের সামনে পুলিশের কাজে বাধা ও অগ্নিসংযোগের অভিযোগে দায়ের করা একটি মামলায় সাবেক এ ফুটবলারকে আসামি করা হয়।
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৯
এমএইচ/ওএইচ/