ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

মোশতাক কার ঘনিষ্ঠ ছিল, প্রশ্ন আলালের

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৯
মোশতাক কার ঘনিষ্ঠ ছিল, প্রশ্ন আলালের বক্তব্য রাখছেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। ছবি: বাংলানিউজ

ঢাকা: জিয়াউর রহমান খন্দকার মোশতাকের সবচেয়ে ঘনিষ্ঠ লোক ছিলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বক্তব্যের জবাবে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, মোশতাক আপনার বাবার (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) সবচেয়ে ঘনিষ্ঠ লোক ছিল, এই কথাটি আগে স্বীকার করেন। তাহলে জিয়াউর রহমান মোশতাকের ঘনিষ্ঠ ছিলেন সেটা আমরা মেনে নেবো।

রোববার (১৫ ডিসেম্বর) বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, শহিদুল ইসলাম বাবুল, শিরিন সুলতানা, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক আহমেদ প্রমুখ।

সভা পরিচালনা করেন বিএনপির সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম।       

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৯
এমএইচ/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।