বুধবার (১১ মার্চ) রাজধানীর নিউমার্কেট এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণের সময় তিনি এ কথা বলেন।
শেখ রবিউল বলেন, করোনা এখন পর্যন্ত যে অবস্থায় আছে তাতে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়া প্রয়োজন।
‘মানুষ ভোট দিতে চায়, ভোটের সুষ্ঠু পরিবেশ চায়। সুষ্ঠু পরিবেশ হলে করোনা আতঙ্কিত না হয়ে ভোটাররা কেন্দ্রে যাবেন এবং তারা উৎসবমুখর পরিবেশে ভোট দেবেন। ’
বিএনপির এই প্রার্থী বলেন, প্রচার-প্রচারণায় নির্বাচন কমিশনারের সঙ্গে সব প্রার্থীর একটি সমঝোতা হয়েছিল। আমরা সেটিতে সবাই সই করেছিলাম। আমার জায়গা থেকে নির্বাচনী প্রচারণায় আচরণবিধিতে কোন ব্যত্যয় ঘটেনি। কিন্তু আওয়ামী লীগ প্রার্থী অনেকগুলো নির্বাচনী সমঝোতা ভঙ্গ করেছেন।
এসময় নিউমার্কেট থানা বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর পাটোয়ারী, ধানমন্ডি থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাবিরুল হায়দার চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন সৈকতসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, মার্চ ১১, ২০২০
এমএইচ/এইচএডি