ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

বিএনপিকে মাস্ক উপহার দিল চায়না কমিউনিস্ট পার্টি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২০
বিএনপিকে মাস্ক উপহার দিল চায়না কমিউনিস্ট পার্টি মাস্ক গ্রহণ

ঢাকা: করোনা ভাইরাস সংক্রমণ থেকে সুরক্ষার জন্য উপহার স্বরুপ বিএনপিকে মাস্ক পাঠিয়েছে চায়না কমিউনিস্ট পার্টি।

বুধবার (২২ এপ্রিল) বেলা ১১টায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্দেশনায় দলের তিনজন প্রতিনিধি ঢাকাস্থ চায়না দূতাবাস থেকে এই উপহার সামগ্রী গ্রহণ করেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিবের নির্দেশে চায়না দূতাবাস থেকে মাস্ক গ্রহণ করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ও মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান।

তারা চায়না দূতাবাস থেকে উপহার সামগ্রী গ্রহণ করে এগুলো বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির তথ্য ও গবেষণা সম্পাদক রিয়াজ উদ্দিন নসুর কাছে হস্তান্তর করেন।

বৈশ্বিক মহামারি করোনা দুর্যোগ চলাকালে উপহার হিসেবে মাস্ক দেওয়ায় চায়না দূতাবাস ও কমিউনিস্ট পার্টিকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২০
এমএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।