ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

করোনা টিকা নেওয়ার বিষয়ে যা বললেন রুমিন ফারহানা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২১
করোনা টিকা নেওয়ার বিষয়ে যা বললেন রুমিন ফারহানা রুমিন ফারহানা

ঢাকা: বিএনপি দলীয় সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা করোনা ভ্যাকসিন নিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন তথ্য ছড়িয়ে পড়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা।

তিনি বলেন, এটা আওয়ামী লীগের কুরুচিপূর্ণ চরিত্র।

একটা মেয়ের ছবি দিয়ে আমি টিকা নিচ্ছি বলে চালিয়ে দেওয়া হচ্ছে। এর চাইতে জঘন্য অপপ্রচার কিছু হতে পারে না। যারা এই অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে আমি খুব শিগগিরই আইনি ব্যবস্থা নেবো ।

এছাড়াও ব্যারিস্টার রুমিন ফারহানা তার ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, একজন নারীর টিকা নেওয়ার ছবি দিয়ে আমি টিকা নিচ্ছি বলে ষড়যন্ত্রমূলকভাবে যে প্রচারণা চালানো হচ্ছে, তার জবাবে বলছি....আমি করোনার টিকা নিইনি। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় বাংলানিউজকে তিনি বলেন, আমি এ বিষয়ে আমার ভেরিফাইড ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি। আমি টিকা নিইনি।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২১
এমএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।