ঢাকা: চলতি অর্থবছরে আরও ১০০টি মডেল মসজিদ উদ্বোধনের পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়েছে বাজেট উপস্থাপনায়।
বৃহস্পতিবার (১ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বাজেট অধিবেশনে এ তথ্য জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
অর্থমন্ত্রী জানান, ধর্মীয় নৈতিক শিক্ষার জন্য সব জেলা ও উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনের অধীনে ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের কাজ চলছে। এ পর্যন্ত ১৫০টি মডেল মসজিদ উদ্বোধন করা হয়েছে। চলতি অর্থবছরে আরও ১০০ মডেল মসজিদ উদ্বোধনের পরিকল্পনা আছে।
তিনি আরও বলেন, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ কবরস্থান, দুঃস্থ ব্যক্তি, মন্দির, শ্মশান, প্যাগোডা, গির্জা, সেমিট্রির উন্নয়নে অনুদান প্রদান ও উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।
হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টসমূহের মাধ্যমে সংশ্লিষ্ট ধর্মাবলম্বীদের সার্বিক কল্যাণ সাধনে নিয়মিত কার্যক্রমসমূহ অব্যাহত আছে বলেও উল্লেখ করেন আ হ ম মুস্তফা কামাল।
বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, জুন ১, ২০২৩
এসএমএকে/এমজে