ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাজেট

১৬ হাজার ৬৫৩ কোটি টাকার প্রণোদনা

বাজেট রিপোর্টিং টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, জুন ৫, ২০১৪
১৬ হাজার ৬৫৩ কোটি টাকার প্রণোদনা

ঢাকা: আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ভর্তুকি ও প্রণোদনার পরিমাণ নির্ধারণ করে হয়েছে ১৬ হাজার ৬৫৩ কোটি টাকা।
 
বৃহস্পতিবার অর্থমন্ত্রী ২০১৪-১৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উত্থাপন করেন।


 
প্রস্তাবিত বাজেটে সবচেয়ে বেশি ৯ হাজার কোটি টাকা ভর্তুকি ও প্রণোদনা রাখা হয়েছে কৃষি খাতে।
 
এছাড়া জনপ্রশাসন খাতে ৫ হাজার ৮৪৭ কোটি টাকা, সামাজিক নিরাপত্তা ও কল্যাণ খাতে ৮৪২ কোটি টাকা, জনশৃঙ্খলা ও নিরাপত্তা খাতে ৬১০ কোটি টাকা এবং প্রতিরক্ষা খাতে ৩৫৪ কোটি টাকা ভর্তুকি ও প্রণোদনা রাখা হয়েছে।
 
প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ২ লাখ ৫০ হাজার ৫০৬ কোটি টাকা। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ‍নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৭২০ কোটি টাকা। ঘাটতি ধরা ৬৭ হাজার ৫৫২ কোটি টাকা।
 
বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, জুন ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।