ঢাকা: দেশের উন্নয়ন ও মঙ্গলের স্বার্থে সহিংস পথ পরিহার করতে হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, প্রতিবাদ ও সমালোচনা অবশ্যই হবে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় মুহিত একথা বলেন।
মুহিত বলেন, আমি কর্মব্যস্ত আশি বছর পার করছি। অর্জন ও ব্যর্থতার দোলাচলে আমার যথেষ্ট অভিজ্ঞতা হয়েছে। তবে আমি কখনো আশাবাদ ব্যক্ত করতে কার্পন্য করিনি। কালো মেঘের আড়ালে আমি সোনালি রেখা দেখতে পাই।
তিনি বলেন, বাংলাদেশের তরুণদের মতো আমিও সম্ভাবনায় বিশ্বাস করি। তবে রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে। হত্যা ও ভাংচুরের রাস্তা সহ্য করে না মানুষ।
অর্থমন্ত্রী বরাবরের মতো স্বীকার করছেন, এবারের বাজেটও উচ্চাভিলাসী। তবে আমরা দেখিয়েছি, উচ্চাভিলাসি বাজেট বাস্তবায়ন করতে পারি।
বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, জুন ০৫, ২০১৪