ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাজেট

কর কমেছে যে সব পণ্যে

বাজেট রির্পোটিং টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, জুন ৫, ২০১৪
কর কমেছে যে সব পণ্যে

ঢাকা: ২০১৪-১৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর কর কমানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

এছাড়া দৈনন্দিন জীবনের ব্যবহার্য শতাধিক পণ্যের সর্বনিন্ম ৫শতাংশ থেকে সর্বোচ্চ ৫০শতাংশ পর্যন্ত কর কমানোর সুপারিশ করেছেন তিনি।



বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় তিনি এ প্রস্তাব পেশ করেন।

অর্থমন্ত্রী যেসব পণ্যে কর কমানোর প্রস্তাব করেছেন এগুলো হচ্ছে, মোবাইলের সিম কার্ড, মাছ, হিমায়িত চিংড়ি, দুগ্ধজাত খাদ্য, প্যাকেটজাত খাদ্য, ফলের রস, প্রসাধনী, সাবান হিসেবে ব্যবহৃত সারফেস এক্টিভ সামগ্রী, ডিটারজেন্ট, বিভিন্ন প্রকার পার্টিকেল বোর্ড, রেশম বস্ত্র রয়েছে।

এছাড়া গার্মেন্টস পণ্য, টেক্সটাইল ফ্রেবিকস, গ্যাস টিউব, গ্লাস, অমসৃণ হীরা, ইমিটেশন জুয়েলারি, সব ধরনের জ্বালানিতে রান্নার উপযোগী তৈজসপত্র, দুই-চার স্টোক-হুইলার বিশিষ্ট অটোরিকশাসহ শতাধিক পণ্য।

বাংলাদেশ সময়: ১৭৩৬ঘণ্টা, জুন ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।