ঢাকা: চলতি ২০১৪-১৫ অর্থ বছরের আর্থিক বিবরণীতে ভুল তথ্য দিলে কোম্পানির বিরুদ্ধে জরিমানার পরিমাণ পুনর্নির্ধারণ করা হয়েছে।
জরিমানার পরিমাণ সর্বনিম্ন ৫০ হাজার থেকে সর্বোচ্চ ২ লাখ টাকা করার প্রস্তাব করা হয়েছে।
অর্থবিলে উল্লেখ করা হয়েছে, কোনো কোম্পানি যদি চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট বা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টের মাধ্যমে বাংলাদেশ অ্যাকাউন্টিং স্টান্ডার্ড (বিএএস) ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড (বিএফআরএস) অনুযায়ী আর্থিক প্রতিবেদন তৈরি না করে এবং প্রতিবেদনে যদি ভুয়া তথ্য দেওয়া হয় তবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কোম্পানিকে উল্লিখিত জরিমানা করতে পারবে।
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, জুন ০৫, ২০১৪