ঢাকা: ২০১৪-১৫ অর্থবছরে আয়করকে রাজস্ব আয়ের প্রধান খাত ধরা হয়েছে। করের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫৭ হাজার পাঁচশ কোটি টাকা।
২০১৩-১৪ অর্থবছরে আয়করের সংশোধিত লক্ষ্যমাত্রা ছিল ৪৪ হাজার ৩৭০ কোটি টাকা।
বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট পেশকালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আয়করকে রাজস্ব আয়ের প্রধান খাত বলে উল্লেখ করেন।
অর্থমন্ত্রী বলেন, আয়কর খাতের রাজস্ব লক্ষ্যমাত্রা ৩৮ দশমিক ৪০ শতাংশ। এরমধ্যে করপোরেট কর থেকে ৩১ হাজার ১২০ কোটি ও ভ্রমণ থেকে ৯শ’ কোটি টাকা আসবে।
তবে আয়করের ক্ষেত্র বাড়াতে বাড়িওয়ালাদের বাধ্যতামূলক টিআইএন নম্বর ও বাড়িভাড়া চেকের মাধ্যমে নেওয়াসহ বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।
২০১৩-১৪ অর্থবছরে রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১ লাখ ৬৭ হাজার ৪৫৯ কোটি টাকা।
জাতীয় রাজস্ব বোর্ড লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লক্ষ ৩৬ হাজার ৯০ কোটি টাকা। পরে ৮ দশমিক ০৮ শতাংশ কমিয়ে ১ লক্ষ ২৫ হাজার কোটি টাকা করা হয়।
বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, ০৫ জুন, ২০১৪