ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাজেট

মূল্যস্ফীতি স্থিতিশীল থাকবে: গভর্নর

বাজেট রিপোর্টিং টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, জুন ৬, ২০১৪
মূল্যস্ফীতি স্থিতিশীল থাকবে: গভর্নর ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ওসমানী মিলনায়তন থেকে: আগামী অর্থবছরে দেশের মূল্যস্ফীতি স্থিতিশীল থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।
শুক্রবার বিকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।



গভর্নর বলেন, বর্তমানে অনেক পণ্যের দাম বেড়েছে সত্য। তবে এটাও সত্য যে, অনেক পণ্যের দাম কমেছে। এখন মূল্যস্ফীতি ৭ শতাংশের দিকে ধাবিত হচ্ছে। যা ইতিবাচক।

তিনি আরও বলেন, মাঝে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে দেশের পণ্য সরবরাহ বাধাগ্রস্থ হয়েছিল। তাই মূল্যস্ফীতি বেড়ে গিয়েছিল। কিন্তু এখন পণ্য সরবরাহের ভিত্তি শক্তিশালী করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। তাই মূল্যস্ফীতি এবার স্থীতিশীল থাকবে বলে আশা করা যায়।

গভর্নর বলেন, অনেকে বলেন সরকারের ঋণ নেওয়ার প্রবণতা বাড়লে মূল্যস্ফীতি বাড়ে কিন্তু এ ধারণা ঠিক না। কারণ, কৃষি ও এসএমই খাতে ঋণ দেওয়ার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল তা পূরণ হয়নি। তাই সরকারি ঋণ মূল্যস্ফীতি বাড়ায় তা সঠিক না।

সংবাদ সম্মেলনে সরকারের মন্ত্রী-সচিব, বিভিন্ন মন্ত্রণালয়, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত আছেন।   
 
বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী ২ লাখ ৫০ হাজার ৫০৬ কোটি টাকার জাতীয় বাজেট ঘোষণা করেন।
 
** কালো টাকা সাদা হচ্ছে না
** অর্থ পাচারের তথ্য সঠিক নয়: লোটাস কামাল
** উচ্চাভিলাষী বাজেট দেশের জন্য ভালো
** অর্থমন্ত্রীর বাজেটোত্তর সংবাদ সম্মেলন শুরু
** কৃষিতে যা বরাদ্দ চেয়েছি তাই পেয়েছি
** করমুক্ত আয়ের সীমা বাড়ছে না
** দেশে প্রবৃদ্ধিও হচ্ছে দারিদ্রও কমছে: ইনু


বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, জুন ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।