ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাজেট

দুই দিন বিরতির পর ফের শুরু বাজেট অধিবেশন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, জুন ২২, ২০১৪
দুই দিন বিরতির পর ফের শুরু বাজেট অধিবেশন

সংসদ থেকে: দুই দিন সাপ্তাহিক ছুটি শেষে দশম জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হয়েছে।

রোববার বেলা ১১টা ১৩ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্ব দিনের কার্যসূচি শুরু হয়।

দশম জাতীয় সংসদের এটি দ্বিতীয় অধিবেশন। এর আগে বৃহস্পতিবার ১৩তম কার্য দিবস শেষে সংসদের বৈঠক রোববার বেলা ১১টা পর্যন্ত মুলতবি ঘোষণা করেন স্পিকার।
 
কার্যসূচি অনুযায়ী অধিবেশনের শুরুতেই রয়েছে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন।   এরপর প্রস্তাবিত ২০১৪-১৫ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনা।

 
দশম জাতীয় সংসদের পথচলা শুরু হয় ২৯ জানুয়ারি। প্রথম অধিবেশন শেষ হয় ১০ এপ্রিল। প্রথম এ বাজেট  অধিবেশন শুরু হয় ৩ জুন, চলবে আগামী ৩ জুলাই পর্যন্ত।

আগামী ২৯ জুন নতুন অর্থবছরের বাজেট পাশ হবে।

সংসদীয় গণতন্ত্র চালু হবার পর এবারই প্রথম সংসদ বর্জনের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে সংসদে ধারাবাহিকভাবে যোগ দিচ্ছেন বিরোধী দল জাতীয় পার্টির সদস্যরা।
 
বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, জুন ২২, ২০১৪


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।