সংসদ থেকে: দুই দিন সাপ্তাহিক ছুটি শেষে দশম জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হয়েছে।
রোববার বেলা ১১টা ১৩ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্ব দিনের কার্যসূচি শুরু হয়।
কার্যসূচি অনুযায়ী অধিবেশনের শুরুতেই রয়েছে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন। এরপর প্রস্তাবিত ২০১৪-১৫ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনা।
দশম জাতীয় সংসদের পথচলা শুরু হয় ২৯ জানুয়ারি। প্রথম অধিবেশন শেষ হয় ১০ এপ্রিল। প্রথম এ বাজেট অধিবেশন শুরু হয় ৩ জুন, চলবে আগামী ৩ জুলাই পর্যন্ত।
আগামী ২৯ জুন নতুন অর্থবছরের বাজেট পাশ হবে।
সংসদীয় গণতন্ত্র চালু হবার পর এবারই প্রথম সংসদ বর্জনের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে সংসদে ধারাবাহিকভাবে যোগ দিচ্ছেন বিরোধী দল জাতীয় পার্টির সদস্যরা।
বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, জুন ২২, ২০১৪