ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাজেট

তিন জেলায় আরও তিনটি চীন মৈত্রী সেতু

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৫ ঘণ্টা, জুন ২, ২০১৭
তিন জেলায় আরও তিনটি চীন মৈত্রী সেতু

ঢাকা: দেশের মহাসড়ক নেটওয়ার্ক শক্তিশালী করার লক্ষ্যে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তিন জেলায় তিনটি বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণের পরিকল্পনা করেছে সরকার।

২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় এ পরিকল্পনার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বৃহস্পতিবার (০১ জুন) জাতীয় সংসদে নতুন অর্থবছরের জন্য ৪ লাখ ২৬৬ কো‌টি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী।

বাজেট বক্তৃতায় তিনি বলেন, ‘দেশের মহাসড়ক নেটওয়ার্ক শক্তিশালী করার লক্ষ্যে পটুয়াখালী জেলার বগা নদীতে ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু, বাগেরহাট জেলার মংলা চ্যানেলে ১০ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু এবং খুলনা জেলায় ঝপঝপিয়া নদীতে ১১তম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণের পরিকল্পনা আমাদের রয়েছে’।

‘এ লক্ষ্যে ইতোমধ্যে চীন সরকারের সঙ্গে আমাদের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে’।

বাংলাদেশ সময়: ০৭০০ ঘণ্টা, জুন ০২, ২০১৭
ইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।