নির্বাচনী বছরে জনগণের আয়-ব্যয়ের স্বস্তি দেওয়ার চ্যালেঞ্জ সামনে নিয়ে বৃহস্পতিবার (৭ জুন) জাতীয় সংসদে ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকার বাজেট উপস্থাপনকালে তিনি এ লক্ষ্যমাত্রা তুলে ধরেন।
৭ দশমিক ৮ শতাংশ জিডিপি (মোট অভ্যন্তরীণ উৎপাদন) প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরে নতুন বাজেট প্রস্তাব করা হয়েছে।
মুহিত জানান, মানুষের আয় বাড়লে ক্রয় ক্ষমতাও বাড়বে। প্রতি ডলার সমান ৮২ টাকা ধরে ২০১৮-১৯ অর্থবছরে মাথাপিছু আয় দাঁড়াবে ১ হাজার ৯৫৬ ডলার বা ১ লাখ ৬০ হাজার ৩৯২ টাকা। ২০১৭-১৮ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ১ হাজার ৭৫২ ডলার। ফলে আগের বছরের চেয়ে এ বছরের সম্ভাব্য আয় ১৪২ ডলার বেশি।
জিডিপি প্রবৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রতিবছরই বাড়ে মাথাপিছু আয়। ২০০৫-০৬ অর্থবছরে মাথাপিছু আয় ছিল মাত্র ৫৪৩ মার্কিন ডলার। ১৪ বছরের ব্যবধানে প্রস্তাবিত অর্থবছর মিলিয়ে মাথাপিছু আয় বেড়েছে ১ হাজার ৪১৩ মার্কিন ডলার।
বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, জুন ০৭, ২০১৮
এমআইএস/এইচএ/