বৃহস্পতিবার (২৮ জুন) দুপুরে পৌরসভার হলরুমে পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ ১৪৩তম উন্মুক্ত বাজেট প্রস্তাবনা ঘোষণা করেন।
সড়ক, কালভার্ট, ব্রিজ উন্নয়ন, ড্রেন নির্মাণ, নাগরিক সেবায় পরিবর্তন, বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডসহ একাধিক খাতে এ বাজেট ঘোষণা করা হয়েছে।
প্রস্তাবিত বাজেট আলোচানা সভায় উপস্থিত ছিলেন- পৌর সচিব খন্দকার আবু আহম্মদ ফিরোজ, বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর, টিআইবি’র মাদারীপুরের সভাপতি ও সদস্য, পুলিশ প্রশাসন, র্যাব কমান্ডার, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
বাজেটে ব্যয় ধরা হয়েছে ৮১ কোটি ৪৪ লাখ ৮৫ হাজার টাকা। উদ্বৃত্ত দেখানো হয়েছে দুই কোটি ৭১ লাখ ২১ হাজার ৪৯৬ টাকা।
বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, জুন ২৮, ২০১৮
জিপি