২০২০-২১ অর্থবছরের বাজেটে ব্যাংক হিসাবে ১০ লাখ টাকার অধিক স্থিতির উপর আবগারি শুল্ক বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এসব কথা বলেন।
অধিবেশনের সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
অর্থমন্ত্রী বলেন, ১০ লাখ টাকার অধিক হতে ১ কোটি টাকা পর্যন্ত ব্যাংক হিসাবে আমানতের স্থিতির আবগারি শুল্ক দুই হাজার ৫শ থেকে বৃদ্ধি করে ৩ হাজার টাকা করা হয়েছে। ১ কোটি টাকার বেশি হতে ৫ কোটি টাকা পর্যন্ত স্থিতি হিসাবের আবগারি ১২ হাজার টাকা থেকে বৃদ্ধি করে ১৫ হাজার টাকা এবং ৫ কোটি টাকার অধিক স্থিতির হিসাবে ২৫ হাজার টাকা থেকে বৃদ্ধি করে ৪০ হাজার টাকা করার প্রস্তাব করেন।
তবে অপরিবর্তিত রয়েছে, ১০ লাখ টাকা পর্যন্ত আমানত স্থিতির আবগারি শুল্ক।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জুন ১১, ২০২০
এসই/আরআইএস