ঢাকা: আগামী ২০২২-২০২৩ অর্থবছরে মদ আমদানিতে অগ্রিম কর বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বৃহস্পতিবার (৯ জুন) বিকেল ৩টার দিকে জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটে বিষয়টি উল্লেখ করেন মন্ত্রী।
মদ আমদানিতে ২০ থেকে ২৫ শতাংশ কর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে বাজেটে।
অর্থমন্ত্রী হিসেবে নিজের চতুর্থ বাজেটে মদ ছাড়াও যেসব পণ্যের কড় বাড়াতে প্রস্তাব করা হয়েছে, তা হলো- বডি স্প্রে, প্রসাধনী পণ্য, জুস, প্যাকেটজাত খাদ্য দ্রব্য, আমদানি করা ফল, ফুল, আমদানি করা ফার্নিচার, কসমেটিকস, সিগারেট, বিড়ি, তামাক, গুল, জর্দা, প্রাইভেটকার, আমদানি করা স্মার্টফোন, আমদানি করা ফ্রিজ, এসি, আমদানি করা মোটরসাইকেল, চিজ ও গুঁড়ো দুধ।
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, জুন ৯, ২০২২
এইচএমএস/এমজে