ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাজেট

বাজেট ২০২২-২৩

দাম কমতে পারে মুড়ি-চিনি-আটার 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, জুন ৯, ২০২২
দাম কমতে পারে মুড়ি-চিনি-আটার 

ঢাকা: দাম কমতে পারে মুড়ি, চিনি ও আটার। এবারের বাজেটে মুড়ি-চিনির ওপর ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতির প্রস্তাব করা হয়েছে।

এছাড়া গমের আটার ওপর আমদানি শুল্ক কমিয়ে ১৫ শতাংশ করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।  

বর্তমানে আটার ওপর ২৫ শতাংশ শুল্ক রয়েছে। এতে করে এ তিন পণ্যের দাম কমতে পারে।

বৃহস্পতিবার (৯ জুন) বিকেলে জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপনকালে অর্থমন্ত্রী এই কথা জানান।

বর্তমানে অপরিশোধিত চিনির ওপর নিয়ন্ত্রণমূলক শুল্ক আছে ৩০ শতাংশ। গত অক্টোবরে তা কমিয়ে ২০ শতাংশ করা হয় যার মেয়াদ ২৮ ফেব্রুয়ারি শেষ হয়ে যায়।

বর্তমানে চিনির ওপর টন প্রতি ৩ হাজার টাকা সুনির্দিষ্ট শুল্ক, ১৫ শতাংশ ভ্যাট, ২০ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক ও ৫ শতাংশ অগ্রিম কর রয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, জুন ০৯, ২০২২
এমকে/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।