ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্যারিয়ার

৩৬৯ পদে লোক নেবে কারা অধিদপ্তর, আবেদন শুরু ১১ জুলাই

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২১ ঘণ্টা, জুলাই ২, ২০২৩
৩৬৯ পদে লোক নেবে কারা অধিদপ্তর, আবেদন শুরু ১১ জুলাই

কারা অধিদপ্তর সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে দুই পদে ৩৬৯ জনকে নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা সাপেক্ষে আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন শুরু হবে ১১ জুলাই।

পদের নাম: কারারক্ষী। পদ সংখ্যা: ৩৫৫টি। আবেদন যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। শারীরিক যোগ্যতা: উচ্চতা- ১.৬৭ মিটার। বুকের মাপ-৮১.২৮ সেন্টিমিটার। ওজন- ৫২ কেজি।

পদের নাম: মহিলা কারারক্ষী। পদ সংখ্যা: ১৪টি। আবেদন যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ। শুধুমাত্র মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। শারীরিক যোগ্যতা: ন্যুনতম উচ্চতা- ১.৫৭ মিটার। বুকের মাপ- ৭৬.৮১ সেন্টিমিটার। ওজন- ৪৫ কেজি।

বেতন স্কেল: গ্রেড-১৭ (৯০০০-২১৮০০ টাকা)

বয়স: চলতি বছরের ৩০ জুন তারিখে ১৮-২১ বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর।

আবেদন যেভাবে: http://prison.teletalk.com.bd/ এ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১০ আগস্ট, ২০২৩।

বাংলাদেশ সময়: ০৮২১ ঘণ্টা, জুলাই ০২, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।