ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

ক্যারিয়ার

আর্টিকেল নাইনটিন বাংলাদেশে চাকরি, বছরে বেতন ৫৮ লাখ ৪০ হাজার

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৩ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৩
আর্টিকেল নাইনটিন বাংলাদেশে চাকরি, বছরে বেতন ৫৮ লাখ ৪০ হাজার

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আর্টিকেল নাইনটিন বাংলাদেশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। সংস্থাটি বাংলাদেশে রিজিওনাল ডিরেক্টর ফর বাংলাদেশ অ্যান্ড সাউথ এশিয়া পদে কর্মী নিয়োগ দেবে।

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

•    পদের নাম: রিজিওনাল ডিরেক্টর ফর বাংলাদেশ অ্যান্ড সাউথ এশিয়া
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে। বাংলাদেশ ও দক্ষিণ এশিয়া অঞ্চলে মানবাধিকার, বিশেষ করে ফ্রিডম অব এক্সপ্রেশন ও ইনফরমেশনে ভালো জানাশোনা থাকতে হবে। এ অঞ্চলের ঐতিহাসিক প্রেক্ষাপট, রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন বিষয়ে বিস্তর জানাশোনা থাকতে হবে। আন্তর্জাতিক মানবাধিকার আইন জানতে হবে। ফ্রিডম অব এক্সপ্রেশন ও ইনফরমেশনে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অ্যানালিটিক্যাল দক্ষতা, ফিন্যান্সিয়াল ও রিস্ক ম্যানেজমেন্টে অভিজ্ঞ হতে হবে। কৌশলগত পরিকল্পনা, প্রজেক্ট ডেভেলপমেন্ট ও ব্যবস্থাপনায় দক্ষ হতে হবে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অ্যাডভোকেসির অভিজ্ঞতা থাকতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। দেশ–বিদেশে ভ্রমণের মানসিকতা থাকতে হবে।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: ঢাকা
কর্মঘণ্টা: সপ্তাহে ৩৭.৫ ঘণ্টা
বেতন ও সুযোগ–সুবিধা: বছরে বেতন ৫৬,১৩,৮০৮ থেকে ৫৮,৪০,৬০৬ টাকা।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply for this job–এ ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ১০ সেপ্টেম্বর ২০২৩।

বাংলাদেশ সময়: ০৭৩২ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।