ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ক্যারিয়ার

বেসরকারি সংস্থায় বড় নিয়োগ, পদ ৫১৫

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৪
বেসরকারি সংস্থায় বড় নিয়োগ, পদ ৫১৫ প্রতীকী ছবি

বেসরকারি উন্নয়ন সংস্থা শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজড উইমেন জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, রাজশাহী এবং সিলেট বিভাগে মাইক্রোফিন্যান্স, হেলথ এবং ক্লাইমেট চেঞ্জ প্রোগ্রামে ৫১৫ জন কর্মী নিয়োগ দেবে।

আগ্রহী প্রার্থীদের সরাসরি, ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে।

১. পদের নাম: মাইক্রোফিন্যান্স অফিসার

পদসংখ্যা: ৪০০

প্রোগ্রাম: মাইক্রোফিন্যান্স প্রোগ্রাম

যোগ্যতা: স্নাতক ডিগ্রি।

বয়স: ২৫ থেকে ৩৫ বছর

বেতন–ভাতা: প্রশিক্ষণকালীন মাসিক ভাতা ৭,০০০ টাকা। শিক্ষানবিশকালে মাসিক বেতন ২০,৫০০ টাকা। চাকরি স্থায়ীকরণের পর মাসিক বেতন ২৫,৫০০ টাকা। মোটরসাইকেল চালালে প্রতি মাসে অতিরিক্ত ২,৫০০ টাকা প্রাপ্য হবে। এ ছাড়া পারফরম্যান্সের ওপর ভিত্তি করে মাসিক ইনসেনটিভ বাবদ ৪,০০০ টাকা এবং অ্যালাউন্স বাবদ ৩,০০০ টাকা প্রাপ্য হবেন।

২. পদের নাম: অ্যাকাউন্ট্যান্ট

পদসংখ্যা: ৮০

প্রোগ্রাম: মাইক্রোফিন্যান্স প্রোগ্রাম

যোগ্যতা: অ্যাকাউন্টিং/ফিন্যান্স/ম্যানেজমেন্টে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি।

বয়স: সর্বোচ্চ ৩৫ বছর

বেতন-ভাতা: প্রশিক্ষণকালীন মাসিক ভাতা ৭,০০০ টাকা। শিক্ষানবিশকালে মাসিক বেতন ২২,৫০০ টাকা। চাকরি স্থায়ীকরণের পর মাসিক বেতন ২৬,৫০০ টাকা। পারফরম্যান্সের ওপর ভিত্তি করে মাসিক অ্যালাউন্স বাবদ ৩,০০০ টাকা প্রাপ্য হবেন।

৩. পদের নাম: মেডিকেল অ্যাসিস্ট্যান্ট/প্যারামেডিক

পদসংখ্যা: ৩০

প্রোগ্রাম: হেলথ প্রোগ্রাম

যোগ্যতা: মেডিকেল ইনস্টিটিউট থেকে চার বছরের ম্যাটস (ডিপ্লোমা) কোর্স সম্পন্ন হতে হবে অথবা দুই বছরের প্যারামেডিক কোর্স সম্পন্ন হতে হবে। ম্যাটসের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে এক বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। প্যারামেডিকের ক্ষেত্রে মাঠ পর্যায়ে দুই বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স: সর্বোচ্চ ৩৫ বছর

বেতন-ভাতা: মাসিক বেতন ১৬,২০০ টাকা। এ ছাড়া পারফরম্যান্সের ওপর ভিত্তি করে ইনসেনটিভের সুযোগ আছে।

৪. পদের নাম: মালি

পদসংখ্যা: ৫

প্রোগ্রাম: ক্লাইমেট চেঞ্জ প্রোগ্রাম

যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। রোড মিডিয়ানের গাছ এবং রাস্তার পাশের রক্ষণাবেক্ষণের মানসিকতা থাকতে হবে।

বয়স: ২৮ থেকে ৩০ বছর

বেতন-ভাতা: মাসিক বেতন ১৮,০০০ থেকে ২২,০০০ টাকা।

অন্যান্য সুযোগ–সুবিধা

১ ও ২ নম্বর পদের জন্য চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের (পাহাড়ি এলাকায় অবস্থিত শাখায় কর্মরতদের জন্য) ক্ষেত্রে ১৫০০ টাকা করে আঞ্চলিক ভাতা প্রদান করা হবে; সংস্থার পলিসি অনুযায়ী দূরত্ব ভাতা ৭৫০ থেকে ২,৫০০ টাকা (নিজ জেলা থেকে কর্মস্থলের দূরত্ব অনুযায়ী); বৈশাখী ভাতাসহ বছরে দুটি উৎসব বোনাস; স্থায়ীকরণের পর সংস্থার পলিসি অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ইনক্রিমেন্ট ও প্রমোশনের সুবিধা; কর্মীদের স্বাস্থ্য সুবিধাসহ দায়িত্বকালীন সময়ে দুর্ঘটনাজনিত চিকিৎসার প্রকৃত খরচ সংস্থা বহন করবে; কর্মকালীন সময়ে মৃত্যুজনিত কারণে সব কর্মীর ক্ষেত্রে দুই লাখ টাকা পরিবারকে সহায়তা প্রদান; নারী কর্মীদের জন্য মাতৃত্বকালীন ছুটি ছয় মাস সবেতনে ও ছয় মাস বিনা বেতনে (প্রযোজ্য ক্ষেত্রে) এবং পুরুষ কর্মীদের জন্য পিতৃত্বকালীন ছুটি সাত দিন; কর্মীর সন্তানদের জন্য শিক্ষাবৃত্তির সুযোগ; সর্বোচ্চ ছাড়ে দেশের খ্যাতনামা ডায়াগনস্টিক সেন্টারে প্যাথলজিক্যাল টেস্ট এবং চিকিৎসার সুবিধা এবং নারী কর্মীদের জন্য সংস্থা থেকে প্রতি মাসে ১,২০০ টাকা সুরক্ষা ভাতা প্রদান করা হয়।

জামানত

১,২ ও ৩ নম্বর পদের জন্য জামানত বাবদ ১৫,০০০ টাকা জমা দিতে হবে যা পরবর্তীতে কর্মীকে ফেরত দেওয়া হবে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, সদ্য তোলা দুই কপি রঙিন ছবি, সব শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে আবেদনপত্রে চাকরির যোগদান ও শেষ কর্মদিবসের তথ্য উল্লেখ করতে হবে এবং অভিজ্ঞতার সনদ সংযুক্ত করতে হবে, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং রেফারেন্স হিসেবে আত্মীয় নন এমন দুজন ব্যক্তির নাম, পেশা, ঠিকানা ও মোবাইলফোন নম্বরসহ আবেদনপত্র সরাসরি, ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে। খামের ওপর পদের নাম স্পষ্ট করে লিখতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: সিনিয়র ডিরেক্টর, এইচ আর ডিপার্টমেন্ট, শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজড উইমেন, বাড়ি নম্বর–৪, রোড নম্বর–১ (মেইন রোড), ব্লক–এ, সেকশন-১১, মিরপুর, পল্লবী, ঢাকা-১২১৬।

আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ: ৩১ জানুয়ারি, ২০২৫।

বাংলাদেশ সময়: ০৭১২ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।