ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্যারিয়ার

ডিজিকন টেকনোলজিস ২শ' কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ নেবে

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৬
ডিজিকন টেকনোলজিস ২শ' কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ নেবে

তৃতীয় পক্ষ হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানের গ্রাহকসেবা প্রদানের জন্য ২০০ জন কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডিজিকন টেকনোলজিস লিমিটেড।

আবেদনের যোগ্যতা:
পদটিতে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস চাওয়া হয়েছে।

তবে বিবিএ/ অনার্স/ ডিগ্রী/ ডিপ্লোমা অধ্যয়নরতরাও আবেদন করতে পারবেন। প্রার্থীর বয়স হতে হবে ১৯ থেকে ২৯ বছর।

একাডেমিক ডিগ্রির পাশাপাশি প্রাথমিক কম্পিউটার জ্ঞান, প্রতি মিনিটে ১৫ শব্দ টাইপিং গতি, বাংলা ও ইংরেজিতে ভাষায় পারদর্শীতা, শুদ্ধ উচ্চারণ, মৌখিক যোগাযোগ দক্ষতা, বিশ্লেষণাত্মক দক্ষতা এবং যে কোন শিফট বা রোস্টারে কাজ করার ইচ্ছা থাকতে হবে। অগ্রাধিকার পাবেন বিপিও শিল্পে কাজে অভিজ্ঞ প্রার্থীরা।

বেতন ভাতা:
একজন কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ মাসিক ৯,৫০০/ টাকা বেতন পাবেন। পাশাপাশি জীবন বীমা এবং হসপিটাইলাইজেশন স্কীমসহ অন্যান্য সুযোগ সুবিধা দেয়া হবে।

আবেদনের নিয়ম:
অনলাইনে বিডিজবস.কমের (http://jobs.bdjobs.com/bn/jobdetailsbn.asp?id=669459&ln=3) মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনকারীকে জীবনবৃত্তান্তের সাথে ছবি সংযুক্ত করে পাঠাতে হবে।

আবেদন করা যাবে ৯ নভেম্বর ২০১৬ তারিখ পর্যন্ত।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।