যোগ্যতা:
ঋণ কর্মকর্তা (প্রগতি) পদে আবেদনের জন্য স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কর্মসূচী সংগঠক (দাবী) পদে স্নাতক পাস হলেই আবেদন করা যাবে।
বেতন:
ঋণ কর্মকর্তা (প্রগতি) পদে মাসিক ১৯,৬৯০ টাকা এবং কর্মসূচী সংগঠক (দাবী) পদে ১৪,৯৪৬ টাকা বেতন পাবেন। পাশাপাশি উৎসব ভাতা, আনুতোষিক, প্রদায়ক ভবিষ্যনিধি, স্বাস্থ্য এবং জীবনবীমা ও অন্যান্য ভাতা দেয়া হবে।
আবেদনের নিয়ম:
আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (মোবাইল নম্বরসহ), সব প্রাতিষ্ঠানিক শিক্ষার সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সদ্য তোলা দুই কপি পাসপোর্ট আকারের রঙিন ছবিসহ আবেদনপত্র পাঠাতে হবে 'ব্র্যাক-মানবসম্পদ বিভাগ, আরডিএ সেকশন, ব্র্যাক সেন্টার (৫ম তলা), ৭৫ মহাখালী, ঢাকা-১২১২' ঠিকানায়। আবেদনপত্র ও খামের উপর আবেদনকৃত পদের নাম AD#০৪/১৭ উল্লেখ করতে হবে। আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ ২৪ মার্চ ২০১৭।
প্রিয় পাঠক, আপনার প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি, ক্যারিয়ার বিষয়ক যেকোন প্রশ্নের উত্তর জানতে, আপনার মতামত জানাতে বা লেখা পাঠাতে চাইলে আমাদের ইমেইল করুন career.banglanews@gmail.com ঠিকানায়। বাংলানিউজের সাথেই থাকুন...