ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্যারিয়ার

জনবল নেবে পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৮
জনবল নেবে পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। প্রার্থীরা প্রতিষ্ঠানের ওয়েসাইটে দেওয়া নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।

অফিস এ্যাসিস্ট্যান্ট-কাম-কম্পিউটার অপারেটর পদে সাধারণ কোটায় একজন এবং মুক্তিযোদ্ধা কোটায় দুইজনকে নিয়োগ দেয়া হবে।

পদটিতে আবেদনের জন্য প্রার্থীদের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

প্রার্থীর কম্পিউটার প্রশিক্ষণ এবং মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে অন্যূন ২০ শব্দের গতি থাকতে হবে। মুক্তিযোদ্ধা কোটায় সব জেলার প্রার্থীরা এবং সাধারণ কোটায় শুধুমাত্র চট্টগ্রাম ও সিলেট বিভাগের প্রার্থীরা আবেদন করতে পারবেন।
 
অফিস এ্যাসিস্ট্যান্ট-কাম-কম্পিউটার অপারেটর পদে জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী ৯,৩০০/- ২২,৪৯০/ টাকা স্কেলে বেতন দেয়া হবে।

আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র ডাকযোগে 'উর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, ই-১২/এ, আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা ১২০৭' বরাবর পাঠাতে হবে। আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ ২০ নভেম্বর।  

বিজ্ঞপ্তি:


প্রিয় পাঠক, আপনার প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি, ক্যারিয়ার বিষয়ক যেকোন প্রশ্নের উত্তর জানতে, আপনার মতামত জানাতে বা লেখা পাঠাতে চাইলে আমাদের ইমেইল করুন career.banglanews@gmail.com ঠিকানায়। বাংলানিউজের সাথেই থাকুন...

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।