ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্যারিয়ার

প্রকৌশলী নেবে হাই-টেক পার্ক কর্তৃপক্ষ

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৮
প্রকৌশলী নেবে হাই-টেক পার্ক কর্তৃপক্ষ

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের বাস্তবায়নাধীন ‘শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপন' শীর্ষক প্রকল্পে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে (চুক্তিভিত্তিক) উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) পদে পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে।

সরকার স্বীকৃত কোন পলিটেকনিক হতে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে কমপক্ষে তিন বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি থাকলে পদটিতে আবেদন করা যাবে। প্রার্থীর শিক্ষাজীবনে কোনো তৃতীয় বিভাগ বা শ্রেণি থাকা যাবে না।

অবশ্যই কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। ১৮ অক্টোবর ২০১৮ তারিখে বয়স হতে হবে অনূর্ধ্ব ৩০ বছর। মুক্তিযোদ্ধা কোটার প্রার্থীদের বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।

নিয়োগপ্রাপ্তদের মাসিক সাকুল্যে ২৭,১০০/ টাকা বেতন দেয়া হবে।

আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র আগামী ৪ নভেম্বরের মধ্যে 'প্রকল্প পরিচালক, শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপন প্রকল্প, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, আইসিটি টাওয়ার (১০ম তলা), আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭' ঠিকানায় সরাসরি অথবা ডাকযোগে পাঠাতে হবে।

বিজ্ঞপ্তি:


প্রিয় পাঠক, আপনার প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি, ক্যারিয়ার বিষয়ক যেকোন প্রশ্নের উত্তর জানতে, আপনার মতামত জানাতে বা লেখা পাঠাতে চাইলে আমাদের ইমেইল করুন career.banglanews@gmail.com ঠিকানায়। বাংলানিউজের সাথেই থাকুন...

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।