ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্যারিয়ার

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নিয়োগ

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৮
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নিয়োগ

চট্টগ্রাম মা-শিশু ও জেনারেল হাসপাতাল ও চট্টগ্রাম মা-ও-শিশু হাসপাতাল নার্সিং ইনষ্টিটিউটের ১৩ ধরনের পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

পদ: জুনিয়র কনসালট্যান্ট (হেপাটোলজি, নিওরো মেডিসিন)
যোগ্যতা: এমবিবিএস ডিগ্রি এবং সংশ্লিষ্ট বিষয়ে এফসিপিএস/এমডি অথবা সমতুল্য ডিগ্রীধারী।

পদ: রেজিস্ট্রার (অবস এন্ড গাইনী, ইএনটি)
যোগ্যতা: এমবিবিএস ডিগ্রি এবং সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা/ এমসিপিএস/ এফসিপিএস(পার্ট- ১)/ এমএস (পার্ট-১) উত্তীর্ণ এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে।

পদ: সহকারী রেজিস্ট্রার (জেনারেল সার্জারী)
যোগ্যতা: এমবিবিএস ডিগ্রি এবং এফসিপিএস/ এমএস(পার্ট-১) উত্তীর্ণ, পোষ্ট গ্র্যাজুয়েট ট্রেনিং এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

পদ: মেডিকেল অফিসার (অবস এন্ড গাইনী, শিশু স্বাস্থ্য)
যোগ্যতা: এমবিবিএস, এফসিপিএস/ এমএস/ এমডি (পার্ট-১) উত্তীর্ণ এবং অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

পদ: অধ্যক্ষ (নার্সিং)
যোগ্যতা: বিএসসি ইন নার্সিংসহ এমএসসি ইন নার্সিং ডিগ্রি। নার্সিং প্রিন্সিপাল পদে কাজ করার অভিজ্ঞতা থাকা আবশ্যক।

পদ: নার্সিং ইনস্ট্রাক্টর
যোগ্যতা: বিএসসি ইন নার্সিংসহ এমএসসি ইন নার্সিং ডিগ্রি বা এমপিএইচ ডিগ্রিসহ বিএসসি ইন নার্সিং কোর্সে শিক্ষকতায় অভিজ্ঞতা থাকা আবশ্যক।

পদ: ক্যাশ সহকারী
যোগ্যতা: বিবিএস/ বিকম ডিগ্রি। কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞতা অত্যাবশ্যক। অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

পদ: টেলিফোন অপারেটর (মহিলা)
যোগ্যতা: স্নাতক ডিগ্রি। অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

পদ: সিনিয়র স্টাফ নার্স
যোগ্যতা: ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারী কোর্স উত্তীর্ণ। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

পদ: জুনিয়র স্টাফ নার্স
যোগ্যতা: বাংলাদেশ নার্সিং কাউন্সিল অনুমোদিত তিন বছরের মিডওয়াইফারী কোর্স উত্তীর্ণ।

পদ: জুনিয়র নার্স
যোগ্যতা: কমিউনিটি প্যারামেডিক/ ১৮ মাসের মিডওয়াইফারী কোর্স উত্তীর্ণ।

পদ: এমএলএসএস
যোগ্যতা: এসএসসি পাস। অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

পদ: এটেনডেন্ট
যোগ্যতা: এসএসসি পাস।

আবেদনের নিয়ম: আবেদনকারীকে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, অভিজ্ঞতা সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, দুইজন ব্যক্তির রেফারেন্স, মোবাইল নম্বর ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ১৫ নভেম্বর বিকাল ৪টার মধ্যে 'ডাঃ আঞ্জুমান-আরা ইসলাম, জেনারেল সেক্রেটারী, কার্যনির্বাহী কমিটি, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, আগ্রাবাদ, চট্টগ্রাম। ' বরাবর পাঠাতে হবে।

বিজ্ঞপ্তি:


প্রিয় পাঠক, আপনার প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি, ক্যারিয়ার বিষয়ক যেকোন প্রশ্নের উত্তর জানতে, আপনার মতামত জানাতে বা লেখা পাঠাতে চাইলে আমাদের ইমেইল করুন career.banglanews@gmail.com ঠিকানায়। বাংলানিউজের সঙ্গেই থাকুন...

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।