স্বাস্থ্য জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচীর প্রশিক্ষণ, গবেষণা ও উন্নয়ন অপারেশনাল প্ল্যান ২০১৭-২০২২ এর আওতায় ২০১৮-২০১৯ অর্থবছরে নিপোর্ট পরিচালিত 'An Assessment of Current Status of PPFP Services in Bangladesh' 'Follow-Up of FWV Basic Training' 'UESD Survey' 'BAHWS Survey' 'BUHS Survey' Bibliography সহ গবেষণা ও সার্ভের কার্যক্রমে জনবল নিয়োগ করা হবে। শুধুমাত্র প্রিটেষ্ট, ফিল্ডটেষ্ট, তথ্য সংগ্রহ, তথ্য অ্যানালাইসিস, প্রতিবেদন প্রণয়ন চলাকালীন সময়ের জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেয়া হবে।
পদ: ইনভেষ্টিগেটর/ লিষ্টার/ অবজারভার
বেতন: ১৯,৮২৫/ টাকা
পদ: এডিটর/ কোডার
বেতন: ১৯,৮২৫/ টাকা
পদ: ডাটা এন্ট্রি অপারেটর
বেতন: ১৯,৮২৫/ টাকা
পদ: সুপারভাইজার
বেতন: ২৪,৭০০/ টাকা
পদ: কোয়ালিটি কন্ট্রোল অফিসার/ ট্রান্সলেটর
বেতন: ২৪,৭০০/ টাকা
পদ: ডাটা অ্যানালিস্ট
বেতন: প্রতিদিন ১,৫০০/ টাকা
পদ: রিভিউয়ার
বেতন: প্রতিদিন ১,৮০০/ টাকা
পদ: প্রতিবেদন সম্পাদক
প্রতিদিন ১,৫০০/ টাকা
আবেদনের শেষ তারিখ: ২৫ নভেম্বর ২০১৮।
সাক্ষাতকারের সময়সূচী: ইনভেষ্টিগেটর/ লিষ্টর/ অবজারভার পদের প্রার্থীদের সাক্ষাৎকার আগামী ২৭ নভেম্বর সকাল ১১টায়, সুপারভাইজার, কোয়ালিটি কন্ট্রোল অফিসার পদের ২৮ নভেম্বর সকাল ১০টায়, এডিটর/ কোডার ও ডাটাএন্ট্রি অপারেটর, ডাটা এনালিষ্ট পদের প্রার্থীদের সাক্ষাৎকার ২৯ নভেম্বর সকাল ১০টায় এবং ডাটা এনালিস্ট, রিভিউয়ার ও প্রতিবেদন সম্পাদক পদের সাক্ষাৎকার ২৯ নভেম্বর দুপুর ২টায় নিপোর্ট ভবনে অনুষ্ঠিত হবে।
প্রিয় পাঠক, আপনার প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি, ক্যারিয়ার বিষয়ক যেকোন প্রশ্নের উত্তর জানতে, আপনার মতামত জানাতে বা লেখা পাঠাতে চাইলে আমাদের ইমেইল করুন career.banglanews@gmail.com ঠিকানায়। বাংলানিউজের সঙ্গেই থাকুন...