ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্যারিয়ার

বশেমুরবিপ্রবি-এ নিয়োগ

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৮
বশেমুরবিপ্রবি-এ নিয়োগ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি), নিম্নলিখিত পদসমূহে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত ও স্থায়ী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহবান করেছে।

পদের নাম: অধ্যাপক/সহযোগী অধ্যাপক
বেতন স্কেল: ৫৬,৫০০/-৭৪,৪০০/
৫০,০০০/-৭১,২০০/
বিষয়: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) - ১জন, এনভারয়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিসাসটার ম্যানেজমেন্ট - ২জন, কৃষি বিভাগ - ২জন, ইলেকট্রাক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং -১জন, ইংরেজী বিভাগ - ২জন, বাংলা বিভাগ - ১জন, সমাজ বিজ্ঞান বিভাগ - ১জন, লোক প্রশাসন বিভাগ -১জন, আইন বিভাগ - ১জন, বঙ্গবন্ধু ইন্সটিটিউট অব লিবারেল ওয়ার অ্যান্ড বাংলাদেশ স্টাডিজ - ১জন।

পদের নাম: সহকারী অধ্যাপক/প্রভাষক
বেতন স্কেল: ৩৫,৫০০/-৬৭,০১০/
২২,০০০/-৫৩,০৬০/
বিষয়: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) - ১জন (শিক্ষা ছুটির বিপরীতে), গণিত বিভাগ - ১জন (শিক্ষা ছুটির বিপরীতে), এনভারয়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিসাসটার ম্যানেজমেন্ট - ২জন, ফার্মেসি বিভাগ - ১জন (শিক্ষা ছুটির বিপরীতে), ইলেকট্রাক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং -১জন (শিক্ষা ছুটির বিপরীতে), ইংরেজী বিভাগ - ১জন (শিক্ষা ছুটির বিপরীতে), বাংলা বিভাগ - ৪জন (শিক্ষা ছুটির বিপরীতে ৩জন), সমাজ বিজ্ঞান বিভাগ - ১জন (শিক্ষা ছুটির বিপরীতে), লোক প্রশাসন বিভাগ -১জন (শিক্ষা ছুটির বিপরীতে), আইন বিভাগ - ১জন (শিক্ষা ছুটির বিপরীতে), বঙ্গবন্ধু ইন্সটিটিউট অব লিবারেল ওয়ার অ্যান্ড বাংলাদেশ স্টাডিজ - ১জন (শিক্ষা ছুটির বিপরীতে), কৃষি বিভাগ - ২জন, আর্কিটেকচার বিভাগ - ১জন, ফুড অ্যান্ড অ্যাগ্রোপ্রসেস ইঞ্জিনিয়ারিং - ১জন।

বিস্তারিত বিজ্ঞপ্তি দেখুন:

আবেদনের শেষ তারিখ: ১১/১২/২০১৮ বিকাল ৫টা।

 

প্রিয় পাঠক, আপনার প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি, ক্যারিয়ার বিষয়ক যেকোন প্রশ্নের উত্তর জানতে, আপনার মতামত জানাতে বা লেখা পাঠাতে চাইলে আমাদের ইমেইল করুন career.banglanews@gmail.com ঠিকানায়। বাংলানিউজের সঙ্গেই থাকুন...

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।