বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের আওতায় বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের আর্থিক সহযোগিতায় বাস্তবায়নাধীন একটি প্রকল্পে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ প্রকল্পে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে লোক নিয়োগ দেওয়া হবে।
পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ২
যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনায় কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
জেলা কোটা: সব জেলার প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন।
বেতন: সর্বসাকল্যে বেতন ১৭,৩৪৫ টাকা।
বয়স: ৯ ফেব্রুয়ারি ২০২২ তারিখে ১৮ বছর এবং ৩১ মার্চ, ২০২০ তারিখে যাঁদের বয়স ৩০ বছর হয়েছে তাঁরা আবেদন করতে পারবেন। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর।
যেভাবে আবেদন: আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের নির্ধারিত ফরমের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফরম পাওয়া যাবে এ (http://www.bsbk.gov.bd) ওয়েবসাইটে। ডাকযোগে বা সরাসরি আবেদনপত্র পাঠাতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: প্রকল্প পরিচালক, বিআরসিপি-১ প্রকল্প, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ, টিসিবি ভবন (১৩ তলা), কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
আবেদন ফি: প্রকল্প পরিচালক, বিআরসিপি-১ প্রকল্প, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ, ঢাকার অনুকূলে যেকোনো তফসিলি ব্যাংক থেকে ৫০০ টাকা মূল্যমানের ব্যাংক ড্রাফট/ ডিডি/ পে-অর্ডার আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে।
আবেদনের শেষ তারিখ: আগামী ১০ ফেব্রুয়ারি ২০২২।
বাংলাদেশ সময়: ০৭২০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২২
আরএ