ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্যারিয়ার

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানিতে চাকরি

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২২
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানিতে চাকরি

বিভিন্ন পদে জনবল নিয়োগ দেবে সরকারি মালিকানাধীন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। প্রতিষ্ঠানটির আওতায় ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৫) নর্দার্ন রুটে প্রকল্প মেয়াদের জন্য এ নিয়োগ দেওয়া হবে।

 

পদের নাম: সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল)। পদসংখ্যা: ৭। যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি। স্নাতকে প্রথম শ্রেণি অথবা সিজিপিএ ৪-এর স্কেলে ৩.০০ থাকতে হবে। বেতন গ্রেড: ৯
 
পদের নাম: সহকারী প্রকৌশলী (সিভিল)। পদসংখ্যা: ১৪। যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি। স্নাতকে প্রথম শ্রেণি অথবা সিজিপিএ ৪-এর স্কেলে ৩.০০ থাকতে হবে। বেতন গ্রেড: ৯

পদের নাম: সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল)। পদসংখ্যা: ৪। যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি। স্নাতকে প্রথম শ্রেণি অথবা সিজিপিএ ৪-এর স্কেলে ৩.০০ থাকতে হবে। বেতন গ্রেড: ৯।

পদের নাম: সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল)। পদসংখ্যা: ৪। যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (মেজর কমিউনিকেশন বা টেলিকমিউনিকেশন) বা ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি। স্নাতকে প্রথম শ্রেণি অথবা সিজিপিএ ৪-এর স্কেলে ৩.০০ থাকতে হবে। বেতন গ্রেড: ৯।

পদের নাম: সহকারী প্রকৌশলী (সিএসই) (আইসিটি)। পদসংখ্যা: ১। যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি। স্নাতকে প্রথম শ্রেণি অথবা সিজিপিএ ৪-এর স্কেলে ৩.০০ থাকতে হবে। বেতন গ্রেড: ৯

পদের নাম: সহকারী প্রকৌশলী (মেটেরিয়ালস অ্যান্ড মেটালারজিক্যাল)। পদসংখ্যা: ২। যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে মেটেরিয়ালস অ্যান্ড মেটালারজিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি। স্নাতকে প্রথম শ্রেণি অথবা সিজিপিএ ৪-এর স্কেলে ৩.০০ থাকতে হবে। বেতন গ্রেড: ৯

পদের নাম: সহকারী প্রকৌশলী (স্থাপত্য)। পদসংখ্যা: ১। যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে আর্কিটেকচারে ন্যূনতম স্নাতক ডিগ্রি। স্নাতকে প্রথম শ্রেণি অথবা সিজিপিএ ৪-এর স্কেলে ৩.০০ থাকতে হবে। বেতন গ্রেড: ৯

পদের নাম: নিরীক্ষা ও হিসাবরক্ষণ কর্মকর্তা। পদসংখ্যা: ১। যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে হিসাববিজ্ঞান অথবা ফিন্যান্সে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি। উভয় ক্ষেত্রে প্রথম শ্রেণি অথবা সিজিপিএ ৪-এর স্কেলে ৩.০০ থাকতে হবে। বেতন গ্রেড: ৯।

বয়সসীমা
প্রার্থীর বয়স ২০২২ সালের ২ ফেব্রুয়ারি ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরম পূরণ করে আবেদনপত্র ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে। খামের ওপরে বাম দিকে পদের গ্রুপের নাম এবং নিয়োগ বিজ্ঞপ্তি-৫এন ২ উল্লেখ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে নিজ ঠিকানাসংবলিত ৯ ইঞ্চি বাই ৪ ইঞ্চি আকারের ফেরত খামে ১০ টাকার ডাকটিকিট যুক্ত করে পাঠাতে হবে ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, প্রবাসীকল্যাণ ভবন, লেভেল-১৪, ৭১-৭২ পুরাতন এলিফ্যান্ট রোড, ইস্কাটন গার্ডেন, ঢাকা-১০০০- এই ঠিকানায়।  

আবেদন ফি ১০০০ টাকা এবং আবেদনপত্র পাঠানোর শেষ সময় ১৬ মার্চ ২০২২। আবেদন ফরম ডাউনলোড করতে ক্লিক করুন এখানে।

বাংলাদেশ সময়: ০৮২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২২

এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।