ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্যারিয়ার

আন্তর্জাতিক সংস্থায় চাকরি, বেতন বছরে ১৭ লাখ

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩০ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২২
আন্তর্জাতিক সংস্থায় চাকরি, বেতন বছরে ১৭ লাখ প্রতীকী ছবি

জেনেভাভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা দ্য গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভ নিউট্রিশন (গেইন) বাংলাদেশে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশে প্রজেক্ট ম্যানেজার পদে লোকবল নিয়োগ দেবে।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: প্রজেক্ট ম্যানেজার, ফুড ফর্টিফিকেশন

পদসংখ্যা: ১

যোগ্যতা: ফুড টেকনোলজি, বিজনেস, ডেভেলপমেন্ট স্টাডিজ বা নিউট্রিশনে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। প্রজেক্ট ম্যানেজমেন্টে সার্টিফিকেট বা ফুড ফর্টিফিকেশন, ফুড ইন্ডাস্ট্রিজ, উন্নয়ন সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। ডেটা অ্যানালাইসিস, কোয়ালিটি রিপোর্টিং, ইন্ডিকেটর ট্র্যাকিং জানতে হবে। ভ্রমণের মানসিকতা থাকতে হবে। প্রজেক্ট ম্যানেজমেন্ট ও যোগাযোগে দক্ষ হতে হবে। মাইক্রোসফট ওয়ার্ড অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

চাকরির ধরন: দুই বছরের চুক্তিভিত্তিক

কর্মস্থল: ঢাকা, বাংলাদেশ

বেতন: বছরে ১৫ লাখ ৫৫ হাজার ৫৮৪ টাকা থেকে ১৭ লাখ ৭৭ হাজার ৬০৮ টাকা (তবে বেতন অভিজ্ঞতার ওপর নির্ভর করবে)।

সুযোগ-সুবিধা: বছরে ৩৭ দিন ছুটি (বার্ষিক ছুটি, সরকারি ছুটি ও অফিস ছুটি), পেনশন স্কিম এবং স্বাস্থ্য, ভ্রমণ ও জীবনবিমার সুবিধা দেওয়া হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা দ্য গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভ নিউট্রিশনের ওয়েবসাইটের এ লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত জেনে অ্যাপ্লাই নাউ বাটনে ক্লিক করে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: ১৫ এপ্রিল ২০২২

বাংলাদেশ সময়: ০৭৩০ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Veet