পঞ্চগড়: পঞ্চগড়ে গত কয়েকদিন ধরে হিমেল হাওয়ার সঙ্গে শীতের তীব্রতা বেড়েই চলেছে। গত দু'দিন ধরে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
যা সকাল ১১টার সময় সারাদেশের সঙ্গে নির্ণয় শেষে দেশের মধ্যে সর্বনিম্ন বলে জানা যায়। এদিকে একই দিন বেলা ১২টার সময় ২৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বাংলানিউজকে বলেন, গত কয়েকদিন ধরে তেঁতুলিয়ায় বিকেল থেকে সকাল পর্যন্ত হিমেল হওয়ার কারণে শীতের তীব্রতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আজ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল ৯ টায় তেতুঁলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এদিকে গতকাল একই তাপমাত্রা রেকর্ড করা হয়।
বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২২
জেডএ