ঢাকা: বন্যা পরিস্থিতি কেটে গেলেও উজানে বৃষ্টিপাত বাড়ায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদীর পানি বাড়ছে। কোনো নদ-নদীর পানি বিপৎসীমার ওপরেও যেতে পারে।
রোববার (১৮ আগস্ট) এমন পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
পাউবোর নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান জানিয়েছেন, ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানির সমতল কমছে অপরদিকে গঙ্গা-পদ্মা নদীর পানির সমতল স্থিতিশীল আছে, যা আগামী দুদিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
খোয়াই ও গোমতী ব্যতীত দেশের উত্তর-পূর্বাঞ্চল ও পূর্বাঞ্চলের অন্যান্য প্রধান নদীসমূহের পানির সমতল সামগ্রিকভাবে কমছে।
আবহাওয়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ী, আগামী দুদিনে দেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ফলে, এ সময় উত্তর-পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার প্রধান নদীসমূহের পানির সমতল কতিপয় পয়েন্টে সময় বিশেষে বাড়তে পারে।
সোমবারের (১৯ আগস্ট) মধ্যে খোয়াই নদী বাল্লা পয়েন্টে বিপৎসীমার কাছাকাছি প্রবাহিত হতে পারে।
আবহাওয়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ফলে, এ সময়ে দক্ষিণ-পূর্বাঞ্চলের মুহুরি, ফেনী, হালদা, সাঙ্গু, মাতামুহুরিসহ অন্যান্য প্রধান নদীসমূহের পানি সমতল কতিপয় পয়েন্টে সময় বিশেষে বাড়তে পারে।
পাউবো জানিয়েছে বিভিন্ন নদ-নদীতে তাদের পর্যবেক্ষণাধীন ১১৬টি স্টেশনের মধ্যে রোববার পানির সমতল বেড়েছে ৪৭টিতে, কমেছে ৬১টিতে। অপরিবর্তিত আছে আটটি স্টেশনে পানির সমতল।
বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২৪
ইইউডি/আরআইএস