ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

শোলমারী নদীর দখল-দূষণ রোধ ও বাঁধ অপসারণের দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৪
শোলমারী নদীর দখল-দূষণ রোধ ও বাঁধ অপসারণের দাবি

খুলনা: শোলমারী নদীর দখল-দূষণ রোধ, সব বাঁধ অপসারণ এবং অবাধ প্রবাহ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ব নদী দিবস উপলক্ষে বটিয়াঘাটা শোলমারী সেতুতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‘বিশ্ব নদী দিবস ২০২৪-এর অঙ্গীকার, আন্তঃসীমান্ত নদীতে বাংলাদেশের অধিকার’ এই স্লোগানকে সামনে রেখে শোলমারী-সালতা নদী সংরক্ষণ আন্দোলন, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এবং পরিবেশ সুরক্ষা মঞ্চ-খুলনা এ মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে।

শোলমারী-সালতা নদী সংরক্ষণ আন্দোলনের আহ্বায়ক মনোরঞ্জন মন্ডলের সভাপতিত্বে এবং সদস্যসচিব লোকজ-এর নির্বাহী পরিচালক দেবপ্রসাদ সরকারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন পরিবেশ সুরক্ষা মঞ্চ খুলনার সভাপতি অ্যাডভোকেট কুদরত-ই-খুদা, সাধারণ সম্পাদক সুতপা বেদজ্ঞ, অজন্তা দাশ, শোলমারি-সালতা নদী সংরক্ষণ আন্দোলনের যুগ্ম আহ্বায়ক নিতাই গাইন, ভবদহ পানি নিষ্কাষণ ও কৃষি রক্ষা জোটের আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল মতলেব, বেলার বিভাগীয় সম্বয়কারী মাহফুজুর রহমান মুকুল, ছায়াবৃক্ষের নির্বাহী পরিচালক মাহাবুবুর রহমান বাদশা, বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, সাংবাদিক দিপংকর রায়, আইআরভির মেরিনা যুথী, অ্যাড. জাহাঙ্গীর সিদ্দিকী প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, শোলমারী নদী বটিয়াঘাটা ও ডুমুরিয়া অঞ্চলের জনগোষ্ঠীর কৃষি ও নৈমিত্তিক জনজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কিন্ত বর্তমানে নদীর প্রবাহ না থাকায়, নদী ভরাট, নদীর দু’পাশ দখল ও ভরাটসহ বিভিন্ন কার্যক্রমের ফলে এই নদী এখন বিপর্যয়ের মধ্যে পড়েছে। বটিয়াঘাটা ব্রিজ এবং বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এই বিপর্যয়কে আরও ত্বরান্বিত করেছে। এর ফলে এলাকার কৃষক একদিকে কৃষিকাজে ও দৈনন্দিন গৃহস্থালি কাজে পানির চাহিদা পূরণে ব্যর্থ হচ্ছে, অন্যদিকে এলাকায় দিনের পর দিন জলাবদ্ধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে।

বক্তারা তাদের আলোচনায় জরুরিভাবে শোলমারী নদীর অবাধ প্রবাহ নিশ্চিত করতে নদীর দখল-দূষণ রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা কামনা করেন। সেক্ষেত্রে প্রয়োজনে দখলকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকা প্রস্তুত করে প্রশাসনিকভাবে সেই সব দখলকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে উচ্ছেদের দাবি জানান। একইসঙ্গে সবাইকে শোলমারী নদী রক্ষায় এগিয়ে আসবার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৪
এমআরএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।