ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

বিদ্যুতে প্রাণ গেলো দুই বন্য হাতির

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, জুলাই ২, ২০১৫
বিদ্যুতে প্রাণ গেলো দুই বন্য হাতির ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাঙামাটি: রাঙামাটির কাপ্তাই উপজেলার জীবতলি এলাকায় বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ গেলো এশিয়ান প্রজাতির দুটি বন্য হাতির।

স্থানীয় সূত্রে জানা যায়, জীবতলী এলাকার দুর্গম পাহাড়ি এলাকায় গত কয়েকদিন ধরে তুমুল বৃষ্টিপাত হয়েছে।

এর মধ্যে কোনও একদিন হাতিগুলো বিদ্যুতায়িত হয়ে যেতে পারে। এলাকাটি দুর্গম হওয়ায় সময়মতো জানা সম্ভব হয়নি।

তবে গত কয়েকদিন ধরে একদল হাতি ওই এলাকায় টানা অবস্থান করায় উৎসুক স্থানীয়রা ওখানে গেলে হাতি দুটিকে মৃত পড়ে থাকতে দেখেন এবং বন বিভাগের লোকজনকে বিষয়টি জানান।

রাঙামাটি দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক এ এম শামসুল মোহিত চৌধুরী বাংলানিউজকে জানান, বুধবার রাতে খবর পেয়ে বন বিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে হাতি দুটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। তখন বিষয়টি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়।

বৃহস্পতিবার রাঙামাটি থেকে পশু চিকিৎসকরা এসে নিশ্চিত করেন যে বিদ্যুতায়িত হয়েই হাতিগুলোর মৃত্যু হয়েছে।

তিনি বিষয়টিকে দুঃখজনক বলে মন্তব্য করে বিদ্যুৎ বিভাগে আরো সতর্ক হওয়ার অনুরোধ জানিয়েছেন।

রাঙামাটি পশু সম্পদ বিভাগের চিকিৎসক ডা. দেবরাজ চাকমা বাংলানিউজকে জানান, হাতিগুলো পরীক্ষা-নিরীক্ষা করে বোঝা গেলো, বিদ্যুতায়িত হয়ে এরা মারা গেছে। পরে হাতি দু'টিকে সেখানে মাটি চাপা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, জুলাই ০২, ২০১৫
এসএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।