ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

সাভারে বিরল প্রজাতির ৩০০ কচ্ছপ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, জুলাই ৩, ২০১৫
সাভারে বিরল প্রজাতির ৩০০ কচ্ছপ উদ্ধার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আশুলিয়া (ঢাকা): গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার হাইওয়ে থানার সামনে একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে বিরল প্রজাতির তিনশ’ কচ্ছপ উদ্ধার করেছে সাভার হাইওয়ে থানা পুলিশ।

শুক্রবার (০৩ জুলাই) দুপুরে বস্তাবন্দি অবস্থায় কচ্ছপগুলো উদ্ধার করা হয়।

এ সময় নারীসহ চারজনকে আটক করা হয়।

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হাইওয়ে থানার সামনে একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ-১৫-৭৭৬০) আটক করে পুলিশ। এ সময় মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে তিনশ’টি কচ্ছপ উদ্ধার করা হয়।

এ কাজে জড়িত থাকায় পাচারকারী সন্দেহে এক নারীসহ চারজনকে আটক করা হয়।

সাভার হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সানোয়ার হোসেন জানান, গোপন সংবাদে জানা যায়, অবৈধ পথে ভারত থেকে আনা বিরল প্রজাতির তিনশ’টি কচ্ছপ পাচার করবে একটি চক্র। এমন সংবাদের ভিত্তিতে একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে তিনশ’টি কচ্ছপ উদ্ধার করা হয়। এ ঘটনায় এক নারীসহ চারজনকে আটক করা হয়েছে।

এছাড়া মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৫
এসএইচএন/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।