ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

পথের মাস্তান উটপাখি ‘গ্রেফতার’!

বাংলানিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪২ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
পথের মাস্তান উটপাখি ‘গ্রেফতার’!

উটপাখি আকারে যেমন দৈত্যাকায়, তেমনি তার কাণ্ডকারখানাও দক্ষযজ্ঞই বটে। এরা বিশালাকায়, পক্ষীকূলে দৈত্যরূপে বিরাজ করে এরা।

যেমন উচ্চতা তেমনই ওজন। সেইসঙ্গে প্রচণ্ড গতিকে দৌড়াতেও পারে। অনেক সময়-সিংহ ও চিতদাকেও হারিয়ে দেয় দৌড়ে---সেটা ডিসকোভারি টিভির কল্যাণে অনেকেই দেখেছেন আশা করি। আর ওদের লম্বা পায়ের লাথিতে অনেক শিকারি প্রাণিও অক্কা যায়। সে যাক, আজ আমরাএসব নিয়ে কথা বলবো না। আজ কথা বলবো উটপাখির মাস্তানি নিয়ে। হ্যাঁ, মাস্তানিই তো! মাস্তানি করার কারণে একটা উটপাখিকে পুলিশ ‘গ্রেফতার’ পর্যন্ত করে ফেলেছে । বিশ্বাস না হয় নিজের চোখে পত্রিকার হেডিংটা পড়ুন : ‘Aggressive emu 'arrested' by police after crime wave escalates from attacking ramblers to chasing motorbikes.’

এই মাস্তান উটপাখিটা কী করেছিল সেটা বলে নেওয়া যাক আগে। ও খুব বদরাগী। রাস্তায় নেমে পথচারীদের উপর হামলে পড়ার বদভ্যাস ওর। যারে সামনে পায় তার পেছনেই লাগে। এই রকম মাস্তানি উটপাখিটা অবাধে চালিয়ে যাচ্ছিল। এসব করতে করতে ওর সাহস গেল বেড়ে। এবার সে মোটর বাইক বা মোটরগাড়িকেও শুরু করলো ধাওয়া করা। রাস্তাঘাটে মানুষ বলুন, গাড়ি বলুন কাউকেই ও রেহাই দিচ্ছিল না। এ নিয়ে আক্রান্তরা বারবার পুলিশের কাছে নালিশ করে যাচ্ছিল। কিন্তু যারা ওই এলাকার বাসিন্দা তারা ওর পক্ষ নিচ্ছিল নানা বাহানায়। কিন্তু শেষরক্ষা হলো না। পুলিশ শেষমেষ ওকে পাকড়াও করলো। তবে তা এতো সহজে ছিল না। রীতিমতো দু’দিক থেকে রাস্তা বন্ধ করে পেট্রল কার নিয়ে অভিযান চালিয়ে ওকে আটক করা হয়েছে। আপাতত শ্রীঘরে না দিয়ে ওকে রাখা হয়েছে একটা পক্ষী-আলয়ে।

বদরাগী এই উটপাখিটার নাম জিম্মি। লোকজনকে অহেতুক জিম্মি বানানোর বদভ্যাসের কারণেই ওর এই নাম হয়েছে কিনা তা অবশ্য জানা যায়নি। জিম্মি আক্রমণের শিকার হয়েছিলেন এমন একজনের নাম টেড স্পিলার। ভদ্রলোকের ভাষায় জিম্মি যখন তাকে আক্রমণ করলো তখন মনে হচ্ছিল কোনো টি-রেক্স (ডাইনোসর) যেন তার উপরে হামলে পড়েছে –‘...stalking him “like T-Rex.’

বাংলাদেশ সময়: ০৩৪১ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।