ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

মাথাব্যথা নিরাময়ে ‘কাটা লেবু’

বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন, এনভায়রনমেন্ট স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
মাথাব্যথা নিরাময়ে ‘কাটা লেবু’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শ্রীমঙ্গল (মৌলভীবাজার): একটি বিশেষ ওষুধিগুণসম্পন্ন ফলের নাম ‘কাটা লেবু’। মাথাব্যথা নিরাময়ে যার ভূমিকা অনেকটা অব্যর্থ।

মাল্টার মতো দেখতে এই লেবুর রস ফ্রিজে রেখে দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। তীব্র অথবা সাধারণ মাথাব্যথা দূর করতে এর জুড়ি নেই।

সেদিন শ্রীমঙ্গল-মৌলভীবাজার মহাসড়কের একপাশে যাত্রাবিরতির সময় একটি নার্সারিতে দেখা মেলে কাটা লেবুর।

নার্সারির পরিচালক আজিজুল ইসলাম আজিজ নিজ উদ্যোগেই তার রোপিত বিভিন্ন গাছ-গাছালির সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দিলেন। ‘কাটা লেবু’ নামটি শুনেই আগ্রহ বেড়ে যায়।

গাছের সামনে গিয়ে আবারও ধাক্কা খেলাম। এ কী? গাছ এবং ফল একদম মাল্টার মতো দেখতে। পুনরায় জোর দিয়ে জিজ্ঞেস করলাম, এটি কী সত্যিই কাটালেবু নাকি মাল্টা?

কথার সঙ্গে ‘গ্যারান্টি’ শব্দটি জুড়ে দিয়ে দৃঢ়তা প্রকাশ করে আজিজ বলেন, এটি কাটা লেবু। তবে কাটা লেবু ছাড়াও ‘চায়না কমলা’ নামে এর আরেকটি নাম রয়েছে। কাটা লেবুর রস মাথাব্যথা দূর করে।

তিনি আরও বলেন, আমাদের সাধারণ লেবুর মতো এটি কিন্তু খাওয়া যায় না। শুধুএর রস দিয়ে শরবত হয় এবং মাথব্যথা উপশমে দারুণ ভূমিকা পালন করে।

রোপণ সম্পর্কে আজিজুল বললেন, বর্ষা মৌসুমে কলমের মাধ্যমে গাছটি লাগ‍াতে হয়। প্রায় এক থেকে দেড় বছর পর ফল ধরে।   
 
শ্রীমঙ্গলের উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রদীপ কুমার ভট্টাচার্য বাংলানিউজকে বলেন, লেবুর ইংরেজি নাম Lemon বৈজ্ঞানিক নাম Citrus Limon।   আমাদের দেশে অনেক প্রকারের লেবু রয়েছে। এটি মুখরোচক, উপাদেয়, বলবর্ধক ও রসালো। লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। কাটা লেবুর রসে মাথাব্যথা দূর হয়।

পুষ্টিচাহিদা সম্পর্কে তিনি বলেন, প্রতিটি বাসাবাড়িতে দু‘একটি করে লেবু গাছ লাগিয়ে আমাদের পারিবারিক প্রয়োজন মেটানো সম্ভব।

বাংলাদেশ সময়: ০৮২০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
বিবিবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।